Header Ads Widget

MASSBD COMMUNITY NEWS

 

"নোট গাইড নিষিদ্ধ এবং শিক্ষা আইন খসড়া চূড়ান্ত"

.
নোট এবং গাইড এর বিরুদ্ধে অনেকদিন হতেই অনেকের কন্ঠ স্বোচ্চারছিল যার ধারাবিহকতায় শিক্ষা আইন চূড়ান্ত হলেই নোট এবং গাইড একেবারেই বন্ধ হয়ে যাবে । ইতিমধ্যে পাঠ্য পুস্তুকের আদলে নোট এবং গাইড নিষিদ্ধ করে শিক্ষা আইন ২০২০ এর খচড়া চুড়ান্ত হয়েছে । এটি শিক্ষামন্ত্রি ডা.দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চুড়ান্ত করা হয় ।১৬ ই ফ্রেব্রæয়ারী বিকাল সাড়ে তিনটা হতে শুরু হয়ে ৬টা পর্যন্ত টানা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় ।বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন দীর্ঘ বৈঠকের পর অবশেষে শিক্ষা অইন ২০২০ এর খসড়া চুড়ান্ত করা হয়েছে । শিক্ষা আইানে শিক্ষার্থীদের জন্য সব ধরণের নোট গাইড নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে সরকার তবে সরকারের অনুমতি নিয়ে সহায়ক বই প্রকাশ করা যাবে । আরও বলা হয়েছে যে, শিক্ষকরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট, কোচিং করাতে পারবেন না । তবে ফ্রিল্যাংশিং কোচিং চালাতে বাধা থাকবে না । শিক্ষক শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান চলাকালে কোচিং এ যেতে পারবেন না । প্রস্তাবিত শিক্ষা আইনের ১৬ ধারায় ১ ও ২ উপধারায় বলা হয়েছে কোন ধরনের নোট , বই বা গাইড বই মুদ্রণ,বাঁধাই প্রকাশ বা বাজারজাত করা যাবে না । এই বিধান লঙ্ঘণ করলে অনুর্ধ্ব তিন বছর কারাদন্ড বা অনুর্ধ্ব ৫ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন । উপধারা তিন এ বলা হয়েছে যে, কোন শিক্ষক কোন শিক্ষার্থীকে নোট বা গাইড বই কিনতে বাধ্য করলে বা উংসাহ দিলে বা পরামর্শ দিলে তা অসদাচারণ হিসাবে গণ্য হবে এবং শান্তি মুলক ব্যবস্থা গ্রহন করা হবে । প্রস্তাবিত আইনে ৩০ ধারার এক উপধারায় বলা হয়েছে -”কোন শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনের মাধ্যমে পাঠদান করতে পারবেন না । ” তবে শর্ত থাকে যে, শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্ত করে অভিভাবকদের লিখিত সন্মতিতে স্কুল সময়ের আগে বা পরে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা করা যাবে । বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি শ্যামল পাল মঙ্গলবার ১৬ ই ফেব্রæয়ারী বলেন- নোট গাইড নিষিদ্ধ করে সরকার একট্ িযুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করেছে তবে এত পরিমান বই সরকারের অনুমতি নিয়ে সহায়ক বই হিসাবে প্রকাশ করা একটি কঠিন কাজ বলে তিনি মনেকরেন এবং সরকার দ্রæতই সঠিক দিক নির্দেশনা তদের এতদ সংক্রান্ত বিষয়ে প্রদান করবেন বলে তিনি বিশ্বাস করেন ।
সর্বপরি শিক্ষার্থী গড়ার প্রধান করিগর সন্মানিত শিক্ষকবৃন্দ যদি বিষয়টি ভাল ভাবে গ্রহন করেন এবং স্কুল পাঠ দানে মনোযোগ দেন তবেই অত্র সিদ্ধান্ত হতে দেশ ও জাতি উপকৃত হবে বলে বোদ্ধারা বিশ্বাস করেন । সুতারাং আগামীতে এর প্রতিফলন দেখা যাবে এবং শিক্ষার্থীরা স্কুল হতে সকল বিষয়ের সঠিক ধারনা পাবে এবং সাবই বলতে পারবে -
"সকল একডেমিক সমস্যার সমাধান , আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অবদান
সেরা আমাদের শিক্ষক শিক্ষার্থীর নাই অভিযোগ
নোট গাইড চাই না কোচিং সেন্টার এ যাই না "
.
এই প্রত্যাশাই আমরা সাবই রইলাম ।

Complete Registration


Submit Your writings: email:mrahaman27@gmail.com

Post a Comment

0 Comments